বিরোধী রাজনৈতিক শক্তি হত্যাকাণ্ডে লিপ্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : এনটিভি

বিরোধী রাজনৈতিক শক্তি জনবিচ্ছিন্ন হয়ে সারা দেশে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তদন্তে তা প্রমাণিত হয়েছে।

মন্ত্রী বলেন, একটি বিশেষ রাজনৈতিক জোট যখন বুঝতে পেরেছে তাদের রাজনীতি এ দেশে আর চলবে না, তখনই তারা বিদেশি নাগরিকসহ এ দেশের নানা শ্রেণি-পেশার মানুষ হত্যা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতায় যেতে চেয়েছিল। দেশের গোয়েন্দারা তাদের এই ষড়যন্ত্র উদঘাটন করে তা প্রতিহত করেছে বলেও দাবি করেন তিনি।