নেত্রকোনায় ‘এ প্লাস’ ক্যাম্পেইন নিয়ে সভা

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আজ বুধবার ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

নেত্রকোনায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার নেত্রকোনা সিভিল সার্জন সম্মেলন কক্ষ ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকারের সভাপতিত্বে সভায় রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. নীলোৎপল তালুকদার, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম, ডা. শামছুর রহমান, ডা. তানভীর আহম্মেদ, ডা. মনিরুজ্জামান, ডা. কাজী হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মুখলেছুর রহমান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা মুজিবর রহমান প্রমুখ।
আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।