হাতিটি উদ্ধারের কাজ শুরু, অপেক্ষায় ভারত
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বানের পানিতে ভেসে আসা একটি বুনোহাতি তিনদিন ধরে ব্রহ্মপুত্র নদের খেরুয়ার চরে আটকা পড়ে আছে। হাতিটি উদ্ধারে কাজ করছে বঙ্গবন্ধু সাফারিপার্ক এবং বন্যপ্রাণী সংরক্ষণের রাজশাহী অঞ্চলের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার প্রতিনিধিদলটি সকাল ৬টায় চিলমারী থেকে নৌকায় সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছান।
এদিকে হাতিটি ফেরত পেতে ভারতের আসাম থেকে একটি প্রতিনিধি দল এসেছে। দলটি ঘটনাস্থল চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চরে অবস্থান করছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, ভারতের আসাম প্রদেশের শিশুমারা এলাকা থেকে বুনোহাতিটি বানের পানির তীব্র স্রোতে ভেসে এসে বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলা লাগোয়া উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চরবাগুয়ার চর নামক স্থানে আটকাপড়ে গত মঙ্গলবার ভোর রাতে। বুধবার নদের তীব্র স্রোতে ভাসতে ভাসতে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চর এলাকায় এসে আটকাপড়ে হাতিটি। বর্তমানে খেরুয়ার চরের কাদায় হাতিটির পা আটকা পড়েছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সাফারিপার্কের এবং বন্য প্রাণী সংরক্ষণ সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী থেকে আসা ১২ জনের একটি প্রতিনিধিদল হাতিটি উদ্ধারে বৃহস্পতিবার সকাল থেকে কাজ করছে বলে জানিয়েছেন বন বিভাগের চিলমারী রেঞ্চ কর্মকর্তা ইকবাল হোসেন। তারা এসে হাতিটি দেখার পর হাতিটিকে উদ্ধারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। অপরদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীও হাতিটি উদ্ধার করে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বলে জানা যায়।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বন বিভাগের চিলমারী রেঞ্চের লোকজন প্রথমদিন থেকে হাতিটির ওপর নজর রাখছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর বঙ্গবন্ধু সাফারিপার্ক ও রাজশাহী প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছে।’