আশার কর্মীদের অচেতন করে টাকা চুরির অভিযোগ

Looks like you've blocked notifications!
জানালা ভেঙে খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি : এনটিভি

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরে বেসরকারি সংস্থা আশার কার্যালয়ে পাঁচ কর্মীকে অচেতন করে প্রায় দুই লাখ টাকা চুরি করার অভিযোগ পাওয়া গেছে।

আশা ও স্থানীয় লোকজনের  সঙ্গে কথা বলে জানা যায়, পাচ্চর ব্রাঞ্চে অন্যান্য দিনের মতো বুধবার রাতে কর্মীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার  সকালে ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম কার্যালয়ে এসে দেখেন, সব কিছু এলোমেলো  এবং টাকার বাক্স ভাঙ্গা। বাইরে থেকে কর্মচারীদের ডাক দিয়েও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং পাঁচ কর্মীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ইফতারের পর পাঁচজন কার্যালয়ের ভেতরে ছিলেন।  তিনি ধারণা করছেন, ঘরের জানালা ভেঙে দুর্বৃত্তরা ঢুকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। রাতে ওই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়েন। এই সুযোগে চোর এসে টাকা লুট করে নিয়ে যায়।

চেতনানাশক খেয়ে আহত পাঁচজনকে শিবচর উপজেরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।