ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘শিবিরকর্মী’ নিহত
ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘ্টনা ঘটে।
নিহত দুজন হলেন ঝিনাইদহ সদর উপজেলার মদনপুর গ্রামের রজব আলী মোল্লার ছেলে শহীদ আল হোসেন (২৫)। তিনি ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসার কামিল শেষ বর্ষের ছাত্র ছিলেন।
অন্যজনের নাম আনিসুর রহমান (২৬)। তাঁর বাড়ি কুষ্টিয়ায় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে উপপরিদর্শক (এসআই) প্রবীরের নেতৃত্বে ঝিনাইদহ সদর থানা টহল পুলিশের একটি দল তেঁতুলবাড়িয়ার মোড়ে যায়। এ সময় তাঁদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই শিবিরকর্মী নিহত হন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বন্দুকযুদ্ধে তিন পুলিশ কনস্টেবল আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজবাহার আলী শেখ আরো জানান, নিহত দুজন ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় সন্দেহভাজন ছিলেন। রাতেই তাঁদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়।