সেবায়েত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল
ঝিনাইদহে রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাস বাবাজিকে (৬২) কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ শক্রবার রাত ৮টার দিকে এ জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। সদর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, আগামীকাল শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের মধুপুর-কাষ্টসাগরা গ্রামে ফুল তোলার সময় খুন করা হয় শ্যামানন্দ দাসকে।
এ হত্যার নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই, জেলা জাসদের সভাপতি মুন্সি এমদাদুল হক, সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।