শিবচরে জাটকা নিধনের দায়ে ১০ জেলেকে জরিমানা

Looks like you've blocked notifications!

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ১০ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ-সংশ্লিষ্ট সূত্র জানায়, শিবচর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হুসাইনের নেতৃত্বে আজ শুক্রবার দুপুরে পদ্মা নদীর শিবচর অংশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধনের দায়ে ১০ জেলেকে আটক করে প্রত্যেককে পাঁচ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১০ হাজার মিটার জাটকা ধরার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের মূল্য পাঁচ লাখ টাকা বলে মৎস্য কার্যালয় জানিয়েছে।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।