ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ‘শিবিরকর্মী’ নিহত
ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আরো এক শিবিরকর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মধুপুর কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি ও বোমা।
এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় তিনজন শিবিরকর্মী বন্দুকযুদ্ধে নিহত হলো।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাত ২টার দিকে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার পর আগে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে অজ্ঞাত এক দুর্বৃত্ত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে আনা হয়। ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
নিহত ব্যক্তি ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ইবনুল পারভেজ (২৯) বলে জানিয়েছেন তাঁর স্বজনরা। তাঁরা জানান, ইবনুল জেলা শহরের বনানীপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বেশ কয়েক দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি।
এর আগে গতকাল শুক্রবার বন্দুকযুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রাস্তার মোড়ে নিহত হন শিবিরকর্মী শহীদ আল হোসেন ও আনিসুর রহমান।