ধানের সাথে শত্রুতা

Looks like you've blocked notifications!
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রাসায়নিক পদার্থের কারণে পুড়ে যাওয়া ধানক্ষেত। ছবি : এনটিভি।

কুড়িগ্রামে প্রায় দুই একর জমির ধান রাসায়নিক পদার্থ দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় গ্রামে এ ঘটনা ঘটে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজুলর রহমান জানান, গোড়াই রঘুরায় গ্রামে রুহুল আমিনের দুই একর জমির ধান রাসায়নিক পদার্থ ছিটিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, রাসায়নিক পদার্থ ছিটানোর ফলে জমির ধানের শীষগুলো পুড়ে গেছে।

জমির মালিক রুহুল আমিন অভিযোগ করেন, জমি নিয়ে তাঁর ছোট ভাই মো. শহিদুর রহমানের সাথে বিরোধ চলছে। এরই জেরে বুধবার রাতভর লোক নিয়ে এসিড-জাতীয় রাসায়নিক পদার্থ ছিটিয়ে তাঁর দুই একর জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ধানের শিষগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তবে রুহুল আমিনের ছোট ভাই মো. শহিদুর রহমান বলেন, ধানক্ষেতে রাসায়নিক পদার্থ ছিটানোর সাথে তিনি জড়িত নন। কে এ কাজ করেছে তাও তিনি জানেন না।