কমলগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে জসিম উদ্দিন (১৯) নামের এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারাবিল এলাকায় এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন ইসলামপুরের টিলাবাজার গ্রামের ইয়াসিন আহমদের ছেলে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ওয়াহিদ মিয়া জানান, জসিম উদ্দিনের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে জসিম ননিয়ারপাড় বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জসিমকে কুপিয়ে জখম করে বলে তিনি অভিযোগ করেন। পরে স্থানীয় লোকজন জসিমকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হবে।