অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ায় সমাবেশ

Looks like you've blocked notifications!
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী পরিষদ অস্ট্রেলিয়া শাখা আজ শুক্রবার সিডনির লেকাম্বায় সমাবেশ করে।

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ায় সমাবেশ হয়েছে।

আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ অস্ট্রেলিয়া শাখা আজ শুক্রবার সিডনির লেকাম্বায় ওই সমাবেশ করে।

সমাবেশে বক্তারা মোসাদ্দেক আলীর দ্রুত মুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রবাসী বাংলাদেশিরা মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের সাথে একাত্মতা ঘোষণা করেন। তাঁরা স্বাক্ষর অভিযানে অংশ নিয়ে মোসাদ্দেক আলীর মুক্তি কামনা করেন।

সমাবেশ শেষে মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ ক্যানবেরায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। হাইকমিশনের ডিপ্লোমেটিক সেক্রেটারি ওয়াহিদা স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের অস্ট্রেলিয়ার আহ্বায়ক রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিষদের সদস্য ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সায়মন সারোয়ারসহ সাত সদস্য উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম বলেন, আলহাজ মোসাদ্দেক আলী আজকে বাংলাদেশের সাথে সাথে সমগ্র বিশ্বে এক পরিচিত মুখ। তিনি দ্রুত মোসাদ্দেক আলীর মুক্তির দাবি জানিয়ে বলেন, মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।

এর আগে সিডনির লেকেম্বায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তি পরিষদের সদস্য সচিব ড. সৌরভ রায়, অধ্যাপক রিয়াদুল আরেফিন, জিএনএসডব্লিউর পরিচালক সামছুজ্জামান স্বপন, কমিউনিটি নেতা ও সাংবাদিক আহসানুল হক ইসমাইল, এনএসডব্লিউ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মতিন ও সাউথ এশিয়ান স্টুডেন্ট অরগানাইজেশনের সভাপতি সাকিল আহমেদ, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য নাদিম হোসেন, আপডেট বিডি নিউজের সম্পাদকমণ্ডলীর সভাপতি পারভেজ মজুমদার প্রমুখ।