মুক্তাগাছার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
বাস পোড়ানো ও ফায়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ বিএনপির ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া হারুন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরিফ আহমেদ, মুক্তাগাছা পৌরসভার কাউন্সিলর ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, কাউন্সিলর ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকরাম আলী ভুলু ও উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী রিপন।
মামলার বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, জাকারিয়া হারুনসহ ৩৩ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মুক্তাগাছা ফায়ার সার্ভিসের একটি গাড়িতে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একই সময়ে অফিসের উল্টো দিকের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পার্থ এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড নামে একটি খালি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। বাসটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।