তেঁতুলিয়ায় ৫০০ শিশু-কিশোর পেল নতুন জামা
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে ৫০০ শিশু-কিশোরের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
শিশুস্বর্গ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আজ রোববার দুপুরে তেঁতুলিয়া অডিটোরিয়ামে এসব ঈদবস্ত্র বিতরণ করে।
এ সময় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী মণ্ডল, কাজী মাহমুদার রহমান ডাবলু, তাজিরুল ইসলাম তাজু, অধ্যক্ষ ইমদাদুল হক, তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র, শিশুস্বর্গের সদস্য নাহিদা আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশুস্বর্গের নির্বাহী পরিচালক কবির আখন্দ স্বাগত বক্তব্য দেন।
পরে অতিথিরা তেঁতুলিয়া ইউনিয়নের ৫০০ শিশু-কিশোরের মাঝে ঈদের নতুন জামাকাপড় বিতরণ করেন।
কবির আখন্দ জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরোনো শিক্ষার্থীদের সহযোগিতায় শিশুস্বর্গ প্রতিবছর ঈদ ও শীতসহ বিভিন্ন সময়ে শিশু-কিশোরদের মাঝে বিনামূল্যে জামা-কাপড় সরবরাহ করে থাকে। মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তিও দেওয়া হয়।