অ্যাটকোর সভাপতি মোসাদ্দেক আলীর মুক্তি দাবি

আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফাইল ছবি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন—অ্যাটকোর সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর রিমান্ড বাতিল করে অবিলম্বে মুক্তি দাবি করেছে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন।
আজ বুধবার সংগঠনের সভাপতি আনোয়ার আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তাঁরা বলেন, মোসাদ্দেক আলীর বিরুদ্ধে কোথাও কোনো মামলা না থাকলেও তাঁকে আটক করে পরে গাড়ি পোড়ানো মামলায় যুক্ত করা হাস্যকর কর্মকাণ্ড ছাড়া কিছু নয়।
দ্রুত গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ্ব মোসাদ্দেক আলীর রিমান্ড বাতিল করে তাঁর মুক্তির দাবি জানান বক্তারা।