আখাউড়ায় হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নারায়ণপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে আজ শনিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় কামাল (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কামাল জেলার কসবা উপজেলার গৌরাঙ্গলা গ্রামের ফুল মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, কামাল নারায়ণপুরে তাঁর একটি বাড়ির নির্মাণকাজ করাচ্ছিলেন। টাকা নিয়ে নির্মাণশ্রমিকদের সাথে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। রাতের কোনো একসময় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। নির্মাণকাজের ঠিকাদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।