চায়ের দোকানে বোমা, ইউপি সদস্যসহ দুজন আহত
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি চায়ের দোকানে দুর্বৃত্তরা বোমা ছুড়েছে। এতে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন ইউপি সদস্য আতিকুর রহমান ও স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান।
আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের আবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গতকাল সন্ধ্যার দিকে মহারাজপুর ইউনিয়নের নবনির্বাচিত বিএনপির মনোনীত চেয়ারম্যান খুরশীদ আলম মসজিদে নামাজ শেষ করে বাজারে যাচ্ছিলেন। পরে তিনি মসজিদের সামনে চায়ের দোকানে গেলে দুর্বৃত্তরা তিনটি হাতবোমা ও কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা এবং কয়েকটি গুলির খোসা উদ্ধার করে।
ওসি হাসান আরো জানান, বোমার স্প্লিন্টারে আহত হন মহারাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান ও স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বোমা হামলার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজি লাল। ঘটনার পর ওই এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।