ঈদের আগেই ঈদ ঝিনাইদহের ১৩ গ্রামে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১৩ গ্রামের মুসল্লিরা আজ বুধবার ঈদ উদযাপন করছেন।
সকাল ৮টার দিকে উপজেলা শহরের একটি চাতালের মাঠে তাঁরা ঈদের নামাজ আদায় করেন।
জামাতে ইমামতি করেন পায়রাডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা আছাদুজ্জান।
সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে । সেসব দেশের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারও হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা, আন্দুলিয়া, সিংগা, ফলশীসহ ১৩ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। তবে ওইসব গ্রামের কিছুসংখ্যক মানুষই সৌদি আরবের সঙ্গে প্রতিবছর ঈদ উদযাপন করেন বলে জানা যায়।