লক্ষ্মীপুরে ১০ গ্রামে আগাম ঈদ উদযাপিত

Looks like you've blocked notifications!
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আজ আগাম ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ছবি : এনটিভি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১০টি গ্রামে আজ আগাম ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করছে।

সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নুরানি মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ। এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে বিভিন্ন সময়ে নিজ নিজ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।

মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এ সব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৩৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে।