ফরিদপুরের ১০ গ্রামে চলছে ঈদ উৎসব

Looks like you've blocked notifications!

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামের মানুষ।

আজ বুধবার সকালে জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলী, বারাংখোলা, কাটাগড় ও পাশের আলফাডাঙ্গার শুকুরহাটি গ্রামসহ ১০ গ্রামে ঈদ উদযাপন করা হয়।

এ সময় বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করে।

কাটাগড় গ্রামের বাসিন্দা ও আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক বলেন, ১০ গ্রামের মানুষ চট্টগ্রামের মির্জাখিল শরিফের অনুসারী হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখে ও ঈদ উদযাপন করে।

কয়েকশ বছর ধরে এভাবেই এখানে রোজা রাখা ও ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মুসল্লিরা।