মোংলায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়

Looks like you've blocked notifications!
মোংলায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এরই মধ্যে ঈদগাহের পরিষ্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে। ছবি : এনটিভি

মোংলায় ঈদুল ফিতরের প্রধান জামাত কাল বৃহস্পতিবার সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ঈদগাহ বাস্তবায়ন কমিটি ও পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলছে ঈদগাহের পরিষ্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির কাজ। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যাতে মুসল্লিরা ঈদগাহে নামাজ আদায় করতে পারেন, সে জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কেন্দ্রীয় ঈদগাহ বাস্তবায়ন কমিটি।

কমিটির সাধারণ সম্পাদক ও মোংলা পোর্ট পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন বলেন, পৌরসভার কেন্দ্রীয় এ ঈদগাহে একসঙ্গে পাঁচ-ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। কয়েকদিন ধরে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় এ বছর একটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। তবে আগামীতে একাধিক জামাতের ব্যবস্থা করা হবে।

মোংলার কেন্দ্রীয় বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা তৈয়বুর রহমান বলেন, এ বছর ঈদের প্রধান জামাত পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদের জামাত ঈদগাহ ময়দানে পড়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মোংলায় ঈদগাহ ছাড়াও ৫০টির বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।