দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুর সদর উপজেলার কাওগাঁও এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, চিরিরবন্দর থেকে সাজ্জাদ হোসেন ও মাজেদুর নামের দুজন মোটসাইকেলে করে দিনাজপুর শহরে যাচ্ছিলেন।দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের কাওগাঁও এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় মাজেদুরকে দিনাজপুর সদর হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।