কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে শরিক হন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেনসহ আওয়ামী লীগ, বিএনপি, জাসদ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শান্তিপূর্ণ এই ঈদের নামাজে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। নামাজ শেষে সবকিছু ভুলে একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে আলিঙ্গন করা হয় পরস্পরকে।