পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
পঞ্চগড় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাঈদ রেজা (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ রেজার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে ঢাকায় কর্মরত।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাঈদ রেজা ঈদের মধ্যে ঠাকুরগাঁওয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে তেঁতুলিয়া যাচ্ছিলেন।
পথে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা চাওয়াই নদী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাঈদ রেজা।
স্থানীয় লোকজন রেজাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুব উল আলম তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. মাহবুব উল আলম জানান, হাসপাতালে আনার আগেই সাঈদ রেজার মৃত্যু হয়।