গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রতিবাদে নেত্রকোনায় মৌন মিছিল

Looks like you've blocked notifications!
গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার প্রতিবাদে নেত্রকোনা শহরে মৌন মিছিল বের হয়। ছবি : এনটিভি

অসাম্প্রদায়িক চেতনা হারিয়ে যেতে দেব না- এ স্লোগান নিয়ে গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে নেত্রকোনায় মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা মানবাধিকার নাট্য পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রজন্ম শপথে গিয়ে শেষ হয়। 

জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি সালাউদ্দিন খান রুবেলের নেতৃত্বে এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও সাংস্কৃতিক কর্মীরা মৌন মিছিলে অংশ নেন। মিছিল শেষে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান তারা।