মাগুরা সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন রাশেদা খাতুন (৩০) ও হাজেরা খাতুন (১০)। আজ রোববার মাগুরা-যশোর মহাসড়কে দুটি দুর্ঘটনায় তাঁরা নিহত হন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সী এনটিভি অনলাইনকে জানান, দুপুর ১২টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের বড়খড়ির ঢাল আখ সেন্টারের কাছে পণ্যবোঝাই একটি ট্রাক পেছন থেকে বাইসাইকেলকে ধাক্কা দিলে সাইকেল আরোহী মাদ্রাসার শিক্ষার্থী হাজেরা খাতুন (১০) ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনায় আহত হাজেরার বাবা দাউদ হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। দাউদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মেয়েকে নিয়ে দাউদ হোসেন মাগুরা ভায়না ভিটাশাইর মাদ্রাসা থেকে বাইসাইকেলে করে নরসিংহাট্রিতে নিজ বাড়িতে ফিরছিলেন।
আসাদুজ্জামান মুন্সী আরো জানান, দুপুর ২টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের জাগলারচারা বটতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাশেদা খাতুন ঘটনাস্থলে মারা যান। নিহত রাশেদা নওগাঁ জেলার মহাদেবপুর থানার গন্দারপুর গ্রামের বাসিন্দা। মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তবে মোটরসাইকেল চালকের নাম জানাতে পারেনি পুলিশ।