নওগাঁয় মাইক্রোবাসে আগুন, আটক ৩

নওগাঁর নিয়ামতপুরে পেট্রল দিয়ে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার পোস্ট অফিসের মোড়ে এ ঘটনা ঘটে। আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো পোস্ট অফিসের মোড়ে সাত-আটটি মাইক্রোবাস রাখা ছিল। এর মধ্যে একটি মাইক্রোবাসে ভোরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।