সাতক্ষীরায় যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা উপজেলায় আজ সকালে আবুল হোসেন মিলন নামের এক যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ছবি : এনটিভি

সাতক্ষীরা সদর উপজেলার বেনেরপোতা এলাকায় আবুল হোসেন মিলন (৩২) নামের এক যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

মিলন বেনেরপোতায় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী জেলায়। দীর্ঘদিন আগে থেকে তিনি সাতক্ষীরার বেনেরপোতায় ভাড়া বাড়িতে থাকেন। এ এলাকার ভোটারও তিনি। তাঁকে পিটিয়ে হত্যা করে দড়িতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

ভাড়া বাড়ির মালিক রজব আলীর দাবি, গতকাল সোমবার স্থানীয় যুবক জিয়াউর রহমান, আবদুল মান্নান ও মিজানুর রহমান ধরে নিয়ে মারধর করেছিলেন মিলনকে। ওই যুবকরা মিলনকে পুলিশে সোপর্দ করেন। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহনেওয়াজ ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তামিম থানা থেকে মুক্ত করে আনেন মিলনকে।

রজব আলীর ভাষ্য, বিনা কারণে মারধর ও পুলিশে সোপর্দ করার অপমানে মিলন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মিলনের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন জানান, তাঁর দেহের কয়েক স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

হিমেল আরো জানান, মিলনের ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।