সাড়ে তিন মাস পর চালু হচ্ছে রাবির পরিবহন
বিএনপির নেতৃত্বাধীন অবরোধ ও হরতালে টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী বুধবার থেকে চালু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা।
আজ রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী বুধবার থেকে মহানগরীর কাটাখালী, সাহেব বাজার ও লক্ষ্মীপুর এই তিনটি রুটে মোট ১৬টি বাস চলবে। বাসগুলো সকাল সোয়া ৮টা এবং সোয়া ২টার শিফটে চলবে।
বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান এনটিভি অনলাইন বলেন, ‘শনিবার রাতে পুলিশের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠক হয়। ওই বৈঠকে পরিবহন ব্যবস্থা চালুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’