আত্মসমর্পণ করতে পারে সুন্দরবনের ‘মজনু বাহিনী’

Looks like you've blocked notifications!
সুন্দরবনের বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করতে পারে বলে জানা গেছে। প্রতীকী ছবি

দস্যুতা, খুন-খারাবি, ডাকাতি, ছিনতাই কিংবা জিম্মি হিসেবে আটকে রেখে চাঁদা আদায়ও নয়। অপরাধজগৎ থেকে আলোর জগতে ফিরতে পারে সুন্দরবনের বনদস্যু ‘মজনু বাহিনী’। তাদের নজরদারিতে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আগামীকাল বুধবার আনুষ্ঠানিক আত্মসমর্পণ হতে পারে বলে জানা গেছে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কয়েকজন জনপ্রতিনিধি নিজেদের নাম প্রকাশ না করার শর্তে বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বেশ কিছুকাল ধরে দাপিয়ে বেড়াত এসব অস্ত্রধারী জলদস্যু। তারা সাধারণ জেলে-বাওয়ালিদের জিম্মি করত। তাদের বাড়িতে খবর পাঠিয়ে হত্যার হুমকি দিয়ে আদায় করত মুক্তিপণের টাকা। তারা জিম্মিদের ওপর দৈহিক নির্যাতন চালাত।

জনপ্রতিনিধিরা আরো বলেন, জলদস্যুদের ভয়ে সাধারণ জেলে-বাওয়ালি বনে যেতে সাহস হারিয়ে ফেলছিলেন। তাঁদের মারধর করে সর্বস্ব লুটে নেওয়ায় অনেকে বনে যাওয়া বন্ধ করে দিয়েছেন। নিজেদের অপরাধ স্বীকার করে নিয়ে ভুল পথ থেকে সরে এসে সেসব জলদস্যু এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়।

বন এলাকার কিছু বাসিন্দা জানান, গতকাল সোমবার সন্ধ্যায় শ্যামনগরের জলদস্যু মজনুর নেতৃত্বাধীন মজনু বাহিনীর সাত সদস্যকে বেশ কিছু অস্ত্রসহ সুন্দরবনের মুন্সীগঞ্জ বন বিভাগের কাছে স্থলভূমিতে উঠে আসতে দেখা গেছে। এর পর তারা অজ্ঞাতবাসে চলে গেছে।

ওই বাসিন্দাদের বরাত দিয়ে জনপ্রতিনিধিরা জানান, কাল বুধবার জলদস্যুরা র‍্যাবের কাছে আত্মসমর্পণ করতে পারে। বন বিভাগের লোকজনও এমন খবর পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘আমি শুনেছি, মজনু বাহিনীর সদস্যরা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করবে। এর বেশি কিছু আমার জানা নেই।’

র‌্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন একটি প্রক্রিয়া চলছে। বুধবার অস্ত্রসহ আত্মসমর্পণ হতে পারে।