মুন্সীগঞ্জ কারাগার সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জ শহরের জেলা কারাগার সড়কে আজ ৪ ফেব্রুয়ারি-২০১৫, বুধবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে গ্লোরিয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও জাপানের রিনরি ইনস্টিটিউট অব এথিক্সের অর্ধশত স্বেচ্ছাসেবকের সঙ্গে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ফুমিও উচিদা ও পরিকল্পনা কর্মকর্তা তোমোহিরো মিকাওয়াও অংশ নেন। ছবি : মঈনউদ্দিন সুমন
মুন্সীগঞ্জ শহরের জেলা কারাগার সড়কে আজ বুধবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। গ্লোরিয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও জাপানের রিনরি ইনস্টিটিউট অব এথিক্স নামে দুটি সংগঠনের যৌথ আয়োজনে এ অভিযান চালানো হয়।
বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে কারাগার সড়ক পরিষ্কার করা হয়। আয়োজক সংগঠনের অর্ধশত স্বেচ্ছাসেবকের সঙ্গে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, রিনরি ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ফুমিও উচিদা ও পরিকল্পনা কর্মকর্তা তোমোহিরো মিকাওয়া অভিযানে অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোরিয়া ফাউন্ডেশনের সভাপতি মো. তারেক, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
এর আগে সকালে শহরের মাঠপাড়া এলাকায় গ্লোরিয়া ফাউন্ডেশন ও রিনরি ইনস্টিটিউটের আর্ট গ্যালারির উদ্বোধন করেন জেলা প্রশাসক।