গাজীপুরে বাসে আগুন, নামতে গিয়ে আহত ২

গাজীপুর শহরের শিববাড়ী এলাকায় আজ সকালে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দ্রুত নামতে গিয়ে বাসটির দুই যাত্রী আহত হন। ছবি : এনটিভি
গাজীপুর শহরের শিববাড়ী এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দ্রুত নামতে গিয়ে বাসটির দুই যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১০-১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
তাৎক্ষণিকভাবে আহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান লিটন এনটিভিকে বলেন, সকালে ১০-১২ যাত্রী নিয়ে গাজীপুরের শিমুলতলী থেকে ঢাকায় আসছিল পলাশ পরিবহনের বাসটি। পথে শিববাড়ী মোড়ে ১৫-১৬ জনের একটি দল এটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় দ্রুত নামতে গিয়ে দুজন আহত হন।