৩৬তম বিসিএস : ১ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা

Looks like you've blocked notifications!

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কর্মকমিশন (পিএসসি) এ তথ্য জানিয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে জানানো হবে।

গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ওই পরীক্ষায় অংশ নেন দুই লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী। গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে ১৩ হাজার ৮৩০ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।