সাতক্ষীরায় ১৪ দল

জঙ্গি দমনে পরিবার থেকে কাজ শুরুর আহ্বান

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নিজ নিজ পরিবার থেকে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা ১৪ দলের নেতারা।

আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে এসব কথা বলা হয়।

বক্তারা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গ্রাম-পাড়া ও মহল্লায় প্রতিরোধ প্রাচীর গড়ে তুলতে হবে। এভাবে সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ দূর করতে হবে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বক্তারা বলেন, এদেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ধর্মের দোহাই দিয়ে দেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে, তাদের জনগণ প্রতিহত করবেই।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, মো. আবু সাঈদ, এস এম শওকত হোসেন, মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, অধ্যক্ষ আশেক ই এলাহী প্রমুখ।