চুয়াডাঙ্গায় ছাত্রলীগের অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে আজ সোমবার দুপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষের ব্যানার ও ফেস্টুন বিনষ্ট করার প্রতিবাদে জেলা ছাত্রলীগের আয়োজনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি শরিফ হোসেন। এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ ছাত্রলীগের নেতারা।

শরিফ হোসেন জানান, গতকাল রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরীর ছবি-সংবলিত বাংলা নববর্ষ ১৪২২ এর ব্যানার ও পোস্টার টানানো হয়। কিন্তু কে বা কারা তা ছিঁড়ে ফেলে। এর প্রতিবাদে জেলা ছাত্রলীগ এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।