নলছিটিতে বখাটে যুবককে সাজা
ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে মো. শহিদ (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আজ সোমবার বেলা সাড়ে ১২টায় এ সাজা দেন। সাজা পাওয়া মো. শহিদ পৌর এলাকার সূর্যপাশা গ্রামের বাসিন্দা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদ এনটিভি অনলাইনকে জানান, বেলা ১২টার দিকে নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের উত্ত্যক্ত এবং মোবাইল ফোনে ছবি ধারণ করছিল বখাটে শহিদ। বিষয়টি ছাত্রীরা শিক্ষকদের কাছে জানালে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শহিদকে হাতেনাতে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হলে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।