বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
বগুড়া শহরের সাবগ্রাম দ্বিতীয় বাইপাসে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। আজ শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, আজ রাত ৮টায় চককাতুলি থেকে মাদলা আসার পথে শহরের সাবগ্রাম এলাকায় দ্বিতীয় বাইপাসে সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় রংপুরগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিয়াউল (৫০) ও তাঁর স্ত্রী রেশমা (৪৫) নিহত হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ছেলে আশিক (৭) মারা যায়।
নিহত সবার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তাদের লাশ মেডিকেলের মর্গে রয়েছে।