মাদারীপুরে জঙ্গিবাদ প্রতিরোধে সুজনের মানববন্ধন

Looks like you've blocked notifications!
জঙ্গিবাদের বিরুদ্ধে আজ শনিবার সকালে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে সুজন মানববন্ধন করে। ছবি : এনটিভি

জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে মাদারীপুর শহরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার সকালে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মাদারীপুর জেলা শাখার আয়োজনে কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন সুজনের জেলা সাধারণ সম্পাদক রাজন মাহমুদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান খান, মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী প্রমুখ।

অবিলম্বে জঙ্গিবাদী অপতৎপরতা কঠোর হাতে দমন কর, জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, জঙ্গিবাদ বিকাশের মূল কারণসমূহ চিহ্নিত করে তা সমূলে উৎপাটনে উপযুক্ত ব্যবস্থা  গ্রহণ করার দাবি জানান বক্তারা।

পাশাপাশি বক্তারা এ ব্যাপারে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।