জঙ্গিবাদ প্রতিরোধে বান্দরবানে জাতীয় ঐক্যের ডাক

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

বান্দরবানে জঙ্গিবাদ প্রতিরোধে গণতান্ত্রিক জাতীয় ঐক্য গড়ে তোলার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। 

শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সুশাসনের জন্য নাগরিক—সুজনের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সুজনের সমন্বয়কারী ডনাই প্রু নেলী, বান্দরবান পরিবেশ ও বন রক্ষা পরিষদের আহ্বায়ক জুমলিয়ান আমলাই, মানবাধিকারকর্মী অংথোয়াই চিং মারমা প্রমুখ। 

সুজনের জেলা কমিটির সমন্বয়কারী ডনাই প্রু নেলী বলেন, জঙ্গি হয়ে কেউই জন্ম নেয় না। জঙ্গিরা সমাজের সৃষ্টি। জঙ্গিবাদ প্রতিরোধে গণতান্ত্রিক জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সবাইকে জঙ্গিদের প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে। 

জুমলিয়ান আমলাই বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা কেউই নিরাপদ নই। সন্ত্রাসীদের হাতে রাষ্ট্র, সমাজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়েছে। জঙ্গিবাদ দমনে সরকারকে আরো কঠোর হতে হবে।’