উল্টোপথে ট্রেন : নাশকতার মামলায় চালকসহ তিনজন গ্রেপ্তার
রাজবাড়ীতে চালক ছাড়াই উল্টোপথে ট্রেন চলার ঘটনায় নাশকতার মামলায় চালক, সহকারী চালক ও গার্ডকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার একদিন পর গতকাল সোমবার রাজবাড়ীর স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান এই তিনজনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
তার পরই রাত ১০টায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫-এর ৩ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানান রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার। তিনি জানান, গ্রেপ্তারকৃত ট্রেনচালক মোহাম্মদ আলী, সহকারী চালক ফয়সাল আহমেদ এবং গার্ড সুভাষ চন্দ্র শর্মাকে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
গত রোববার ৮৩ নম্বর আপ ট্রেনটি সকাল ৮টা ১০ মিনিটে রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। এর আগেই চালক ট্রেনের ইঞ্জিন চালু করে নিচে চা খেতে নামেন।
এ সময় হঠাৎ ট্রেনটি ফরিদপুরের দিকে না গিয়ে পেছনে কুষ্টিয়ার দিকে চলতে শুরু করে। এভাবে ট্রেনটি প্রায় ২৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সূর্যনগর, বেলগাছী, কালুখালী ও পাংশা—এই চার স্টেশন পার হয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে টিকেট চেকার আনোয়ার হোসেন বগির কট খুলে দিলে ট্রেনটি থেমে যায়। ঘটনা তদন্তে প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়।
মামলার বরাত দিয়ে ওসি জানান, চালক মোহাম্মদ আলী ও ফয়সাল আহমেদ জামায়াত-শিবিরপন্থী। তাঁরা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নসহ সরকারি সম্পদ এবং প্রাণহানির মতো নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে একটি বড় ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করেছিল।
রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম খান এনটিভি অনলাইনকে জানান, দু-একদিনের মধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়া হলে সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে।