বিএনপির দুই সাবেক সংসদ সদস্য আটক
রাজধানীর মতিঝিল থেকে নাশকতার অভিযোগে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান ও নাজিম উদ্দিন আহমেদকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাঁদের আটক করে।
এসআই মফিজুর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মতিঝিলের ইসলামী ব্যাংকের সামনে থেকে আটক করে তাঁদের থানায় নিয়ে আসা হয়। পরে সাবেক দুই সংসদ সদস্যকে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তাঁদের আটক করা হয়।
নিজাম উদ্দিন লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার ও আশরাফ উদ্দিন রামগতির সংসদ সদস্য ছিলেন।