অর্থ আত্মসাতের মামলায় এলজিইডির সাবেক কর্মকর্তা গ্রেপ্তার
রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুষ্টিয়ার সাবেক প্রধান হিসাবরক্ষক সাফায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের কোর্টপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাফায়েত হোসেনকে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা রবীন্দ্রনাথ দাস জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়ায় প্রধান হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন সাফায়েত হোসেন। কর্মরত অবস্থায় তাঁর ওপর অর্পিত দায়িত্বের অপব্যবহার করে সোনালী ব্যাংক কুষ্টিয়া শাখার চেক জালিয়াতি করে তিনি ১৭ লাখ ৫২ হাজার ৭০২ টাকা আত্মসাৎ করেন। এ কারণে তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এই মামলা করা হয়।
রবীন্দ্রনাথ দাস আরো জানান, আসামি এই মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন। উচ্চ আদালত তাঁর রিট খারিজ করে দেন। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আমিরুল ইসলাম জানান, এলজিইডি কুষ্টিয়া থেকে ২০১৩ সালে অবসরে যাওয়া সাবেক হিসাবরক্ষক সাফায়েত হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা বিশেষ আদালতে নেওয়া করলে আদালত শুনানি শেষে তা নাকচ করে আসামিকে কারাগারে পাঠান।