গাজীপুরে আ. লীগ-ছাত্রলীগের সংঘর্ষ, গোলাগুলি
একটি মার্কেটের দখলকে কেন্দ্র করে গাজীপুরের সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, একটি মার্কেট দখলকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ ও স্থানীয় কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। তিনি আরো জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, হামলার সময় মার্কেটের অনেক দোকানপাট ভাঙচুর করা হয়। পরে দোকানি ও কর্মচারীরা হামলার প্রতিবাদে মিছিল বের করেন।