যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় মিলেছে

Looks like you've blocked notifications!
যশোরে গতকাল দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হন। তাঁর লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়। ছবি : এনটিভি

যশোর শহরের বারান্দিপাড়া-ঝুমঝুমপুর সেতুর পশ্চিম পাশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় মিলেছে।

পুলিশ পরিচয় নিশ্চিত করতে না পারলেও আজ মঙ্গলবার দুপুরে আলী আহসান ওরফে হাসান আলী টিক্কা নামে এক ব্যক্তি যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিহত যুবকের লাশ দেখে তাঁর ভাই বলে শনাক্ত করেন। তাঁর দাবি, নিহতের নাম নেছার আলী (৩২)। তিনি শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনি এলাকার আব্দুল গফফারের ছেলে। রোববার রাতে পুলিশ পরিচয়ে একদল লোক নেছার আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বলেও জানান আলী আহসান।

তবে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন দাবি করেন, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে শহরের বারান্দিপাড়ায় ভৈরব নদের ধারে একটি বাগানে একদল ডাকাতের সঙ্গে মাদক বিক্রেতাদের সংঘর্ষ হয়। খবর পেয়ে সেখানে পুলিশের একটি দল গিয়ে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ওসি।