নওগাঁয় ৩৫ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ

Looks like you've blocked notifications!

নওগাঁর চার উপজেলার ৩৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩৫ জন নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মান্দা, রানীনগর, আত্রাই ও মহাদেবপুর  উপজেলার ৩৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ নেন। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুর রফিক। অনুষ্ঠানে, পুলিশ সুপার মোজাম্মেল হক, রানীনগর উপজেলা চেয়ারম্যান আল ফারুক জেমস, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু বক্তব্য দেন।
 
ষষ্ঠ ধাপে গত ২৮ মে নওগাঁর মান্দা, রানীনগর, আত্রাই ও মহাদেবপুর উপজেলার ৩৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন রানীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের তিনটি কেন্দ্রে গোলযোগ হওয়ায় ওই ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। এখন পর্যন্ত পুনরায় ভোটগ্রহণ সম্পন্ন না হওয়ায় ৩৬ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ৩৫ জন শপথ গ্রহণ করেন। 

আগামী ১৮ আগস্ট থেকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।