মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর ১টার দিকে ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন।
ডিউটি অফিসার বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।