রাজবাড়ীতে জঙ্গিবাদ প্রতিরোধে কর্মশালা

Looks like you've blocked notifications!

 

রাজবাড়ীতে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সরকারি উচ্চ বালক বিদ্যালয় মিলনায়তনে আজ বুধকার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন ও রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সদস্য কাজী কেরামত আলী।

রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর শেখ মো. আব্দুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শায়েখ আল্লামা গোলাম মওলা নকশেবন্দী, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. নুর উদ্দিন, জাতীয় খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিয়া, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান প্রমুখ।

বক্তারা শান্তির ধর্ম ইসলামকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসা এবং সজাগ থাকার আহ্বান জানান।

দিনব্যাপী এ কর্মশালায় রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার প্রায় ৬০০ খতিব ও ইমাম অংশ নেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।