ভর্তি হওয়ার ৩ দিন পর মাদ্রাসাছাত্র নিখোঁজ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইচাখালী গ্রামের মো. সেলিম শেখ ও সাবিনা বেগম ছেলেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পাঠিয়েছিলেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নিতিরা (ফজু শাহ মাজার) কবরস্থান মাদ্রাসায়।
পরিবারের সদস্যরা জানায়, গত ১৫ জুলাই মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আনিসুর রহমানের সঙ্গে গিয়ে সেই মাদ্রাসায় ভর্তি হয়েছিল জিহাদ (১১)।
ভর্তির মাত্র দুদিন পর ১৮ জুলাই মাগরিবের নামাজের আগে বিস্কুট কেনার কথা বলে মাদ্রাসা থেকে বের হয় জিহাদ। এরপর আর ফিরে আসেনি।
জিহাদের বাবা মো. সেলিম শেখ জানান, বিষয়টি জানার পর অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে ১৯ জুলাই টঙ্গিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৬৪২) করেন তিনি।
এদিকে জিহাদের শোকে মা সাবিনা বেগম এখন মৃত্যুশয্যায়। ছেলের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।