কুষ্টিয়ায় জঙ্গি সন্দেহে যুবক গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেওয়ার তথ্যে দৌলতপুর উপজেলা থেকে আরেক ‘চরমপন্থী সদস্যকে’ গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কুষ্টিয়া র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাব ১২-এর সিইও শাহাবুদ্দিন খান।
গ্রেপ্তারকৃতরা হলেন দৌলতপুর উপজেলার কাজীপুর দক্ষিণপাড়া গ্রামের মাদ্রাসাছাত্র আবু দাউদ হাসান পাপ্পু এবং একই উপজেলার কাজীপুর মধ্যপাড়ার বাসিন্দা ফিরোজ প্রামাণিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র্যাব -১২ কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিবেরর নেতৃতে একটি দল ভেড়ামারা শহরের বক চত্বরে অভিযান চালায়।
এ সময় আবু দাউদ হাসান পাপ্পুকে (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন ভর্তি তিনটি গুলি এবং একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।
পরে পাপ্পুর স্বীকারোক্তির ভিত্তিতে পাশের দৌলতপুর উপজেলার কাজীপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ফিরোজ প্রামাণিককে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি ৩০৩ কাটা রাইফেল এবং ২২টি রাইফেলের গুলি।
র্যাব দাবি করে, জঙ্গি সদস্যরা বিভিন্ন নামে ফিরোজ প্রামাণিকের কাছ থেকে অস্ত্র ও গুলি কিনে শক্তি সঞ্চয় করে আসছিল।