নির্বাচনে অনিয়ন্ত্রিত টাকা বন্ধে ব্যবস্থা নিতে হবে : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের অনিয়ন্ত্রিত টাকার ব্যবহার বন্ধ করতে উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনকে। তিনি বলেন, তা না হলে ভবিষ্যতে সৎ, যোগ্য ও ভালো মানুষ নির্বাচনে অংশ নিতে আগ্রহ হারিয়ে ফেলবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের (সবার জন্য সমান সুযোগ) ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এর আগে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়েছে। তখনো তারা অভিযোগ করেছে, সরকার সব দখল করছে, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এত অভিযোগের মধ্যেও তারা জিতেছে, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছে। কাজেই এ অভিযোগ তাদের মুখের বুলি।’
‘নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। পুলিশ প্রশাসন তাদের হাতে। তাদের স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনের পথে সরকার কোনো বাধা সৃষ্টি করছে না।’ যোগ করেন কাদের। স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন উন্নীতকরণ প্রকল্পের ১৭৯ কিলোমিটারের মধ্যে ১২৬ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। আগামী রোজার ঈদের আগে এ প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে যাবে। এর ফলে ঈদে ঘরমুখী মানুষের হয়রানি কমবে।
মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।