বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!
বান্দরবানে পুলিশি বাধার মুখে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। ছবি : এনটিভি

বান্দরবান শহরে পুলিশি বাধার মুখে পড়েছে বিএনপির বিক্ষোভ মিছিল। আজ শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে বাধার মুখে পড়ে মিছিলটি।

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ড ও অর্থ জরিমানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হওয়ার পরপরই বাধার মুখে পড়ে। পরে পুলিশি বাধায় চৌধুরী মার্কেটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ হয়।

ওই সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী, যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদসহ সংগঠনের নেতারা।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে তামাশার রাজনীতি শুরু করেছে। অর্থ পাচার মামলায় তারেক রহমানকে প্রতিহিংসামূলক সাজা দেওয়া হয়েছে। জনগণের সঙ্গে তামাশা করে কোনো দিনও ক্ষমতায় টিকে থাকা যাবে না।

জেরী স্বৈরাচারী চিন্তা-চেতনা থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানান।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ বলেন, আওয়ামী লীগ সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই। দেশবাসী এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের জনগণ এ সরকারের বিরুদ্ধে একদিন রাস্তায় নেমে আসবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী এ সরকারের পতন ঘটাবে। সেদিন বেশি দূরে নয়।